লোকসভা কক্ষেই মুসলমান সাংসদকে ধর্ম তুলে গালাগাল বিজেপি সাংসদের, কড়া পদক্ষেপ নিলেন জেপি নাড্ডা?
- Ruchika Mukherjee, WTN
- Sep 24, 2023
- 1 min read
বিএসপি সাংসদ দানিশ আলীর বিরুদ্ধে ধর্ম তুলে
কূমন্তব্য করেন বিজেপি সাংসদ রমেশ বিধুরি। তাও আবার খোদ সংসদকক্ষে দাঁড়িয়ে। সাংসদ দানিশ আলিকে তার ধর্ম তুলে গালাগাল দেওয়ার পাশাপাশি দানিশকে উগ্রবাদী ও সন্ত্রাসবাদী বলেন বিজেপির সাংসদ রমেশ বিধুরি। লোকসভাকক্ষের সেই ভিডিও এখন ভাইরাল।
গত বৃহস্পতিবার সংসদে বিএসপি সাংসদ দানিশকে উদ্দেশ্যে ধর্ম তুলে গালাগাল করে বিতর্কে জড়িয়েছেন বিজেপির রমেশ বিধুরি। রমেশ বিধুরিকে সতর্ক করেছে লোকসভার স্পিকার। এবার বিধুরিকে শোকজ নোটিশ পাঠালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা।
বৃহস্পতিবার সংসদের বিশেষ অধিবেশন চলাকালীন বিএসপি সাংসদ দানিশ আলিকে 'সন্ত্রাসবাদী 'বলে মন্তব্য করেন বিজেপি সাংসদ রমেশ বিধুরি। এই ঘটনার পর বিএসপি সাংসদ লোকসভা স্পিকারের কাছে লিখিত অভিযোগ জমা দেন। রমেশের বিরুদ্ধে কড়া ব্যাবস্থা নেওয়ার রিকুয়েস্ট করে দনিশ লোকসভার স্পিকার ওঁম বিড়লা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে। তাকে সাসপেন্ড করারও দাবি করেছেন। তিনি বলেছেন, রমেশের বিরুদ্ধে পদক্ষেপ না নিলে তিনি নিজেই পদত্যাগ করবেন। এরপর লোকসভা স্পিকার ওম বিড়লা রমেশকে ডেকে পাঠান এবং বলেন তাকে এই ধরণের ভাষা ব্যবহার না করতে।
লোকসভা স্পিকার জানিয়েছেন, ভবিষ্যতে এরকম আচরণ করলে বিজেপি সাংসদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সংসদ থেকে মুছে ফেলা হয়েছে দনিশকে কড়া রমেশের মন্তব্য।
বিজেপির লোকেরা নিজেদের আসল রং দেখাচ্ছে, এমনটাই বলেছেন তৃণমূল সাংসদ মহুয়া মিত্র। তিনি বলেছেন যে লোকসভা কক্ষে ঘৃনামূলক বক্তব্যের শিকার হয়েছে। তিনি এও বলেছেন রমেশ বিধুরীর সমস্যা নয়, নরেন্দ্রমোদির ঘৃণার ইকোসিস্টেম সমস্যা।
প্রশ্ন উঠছে, সংসদকক্ষে দাঁড়িয়ে এরকম মন্তব্য করার জন্য শুধুই কী জবাব চেয়ে দায় ঝেড়ে দিতে পারবে 'সব কা সাথ সব কা বিকাশ' এর স্লোগান তোলা ভারতীয় জনতা পার্টি ?
Comments