শেষ হয়ে যায়নি হিন্দি সিনেমা, ‘পাঠান’, ‘গদর টু’ এবং ‘জওয়ান’-এর সাফল্যে এমনই ইঙ্গিত দিচ্ছে বলিউড
- Ruchika Mukherjee, WTN
- Sep 19, 2023
- 1 min read

শাহরুখ খানের ‘জওয়ান’-এর পাশাপাশি 'গদর ২' বলিউডে আলাদাই সাড়া ফেলেছে। এতদিন বলিউড স্তব্ধতায় ডুবে ছিল। দর্শকেরা সিনেমা হলে যাওয়া ছেড়েই দিয়ে ওটিটি প্লাটফর্মের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছিল। তার মধ্যে দক্ষিণ ভারতীয় সিনেমাগুলো একের পর এক নতুন চমক দিয়ে গেছে।
‘বাহুবলি’ থেকে শুরু করে ‘পুষ্পা’, ‘আরআরআর’ প্রভৃতি সিনেমাগুলো দাপাচ্ছিলো সিনেমা হলগুলোতে। সেখানে বলিউডের সিনেমা দর্শকদের মনে সাড়া ফেলছিলো না। এরপর ২০২৩ এ শাহরুখ খান সহ সানি দেওলের এই ‘পাঠান’, ‘গদর ২’ এবং ‘জওয়ান’ সিনেমাগুলি বলিউডকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনলো।
গত ৭ সেপ্টেম্বর থেকে ‘জওয়ান’ রিলিজের পর বক্স অফিসে আলাদা সাড়া ফেলেছে। সেপ্টেম্বর ভারতীয় বক্স অফিসে আরেকটি শক্তিশালী মাস হতে পারে বলে আশা করা হচ্ছে।
আগষ্ট অবধি রিলিজ ছবিগুলির টিকিট বিক্রির মূল্য মোট ৭,৪৪৪ কোটিতে দাঁড়িয়েছে যা ২০২২ সালের এই একই সময়ের তুলনায় ৪ শতাংশ বেশি।
মুক্তিপ্রাপ্ত এই সিনেমা গুলোর পর বলিউড তারকারা বুঝিয়ে দিয়েছে বলিউড এখনো দুর্বল হয়ে যায়নি। ৯০ দশকের তারকারা এখনও বলিউড কাঁপাচ্ছে।
Commenti