top of page

তুরস্কের পার্লামেন্টের সামনে বিস্ফোরণ, চলেছে গোলাগুলি


তুরস্কের রাজধানী আঙ্কারাতে রবিবার সকালে ঘটলো বিস্ফোরণের ঘটনা। বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে তুরস্কের পার্লামেন্ট বিল্ডিংয়ের কাছে। সেখানে বিস্ফোরণের পাশাপাশি গুলি চালানোর ঘটনাও ঘটেছে।


তুরস্কের পার্লামেন্ট দীর্ঘদিন বন্ধ ছিল গরমের ছুটির জন্য। রবিবার সেই ছুটির পরই খোলার কথা ছিল পার্লামেন্ট। তার আগেই এমন বিস্ফোরণ এবং গুলি চালানোর ঘটনা।


তুরস্কের ইন্টেরিয়র মন্ত্রী এই ঘটনাকে জঙ্গি হামলা বলেছেন। তিনি জানিয়েছেন, রবিবার বোমা বিস্ফোরণ ঘটিয়েছে দুজন জঙ্গি। এরপর সেই দেশের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে জঙ্গিদের চলে গুলির লড়াই। ২ নিরাপত্তা রক্ষী সেই গুলির লড়াইয়ে আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। অন্যদিকে দেশের মন্ত্রী জানিয়েছেন, বোমা বিস্ফোরণের কারণে এক জঙ্গিরও মৃত্যু হয়েছে।


পার্লামেন্ট খোলার আগেই এরকম বিস্ফোরণের ঘটনা, এবং তার সাথে গুলি চালানোর ঘটনায় আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।


এই হামলা কারা চালিয়েছে তা এখনো জানা যায়নি সে বিষয়ে এখনও কিছু জানানো সম্ভব হয়নি ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো অজানা।

תגובות


bottom of page