বরানগর পৌরসভার ৩২জন কর্মীকে সিবিআই তলব
- Ruchika Mukherjee, WTN
- Sep 21, 2023
- 1 min read

পুর নিয়োগ দুর্নীতি মামলায় বরানগর পৌরসভার একসঙ্গে ৩২ জন কর্মীকে সিবিআই দপ্তরে হাজিরার নোটিশ দিল সিবিআই। আগামী এক সপ্তাহের মধ্যে তাদের হাজিরা দিতে বলা হয়েছে।
যাদের তলব করা হয়েছে তাদের বেশীরভাগই ভিন জেলার। তলব পেয়ে আজ চার জন হাজিরা দিতে গিয়েছে বলে সূত্র মারফৎ খবর। এছাড়াও পানিহাটি পৌরসভা টিটাগর পৌরসভাকেও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ইডি অফিসে দেখা করতে বলা হয়েছে।
টিটাগর পৌরসভার চেয়ারম্যান বলেন যে তাঁরা ইডি এর সঙ্গে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত এবং ডাকলেই কাগজপত্র নিয়ে হাজির হবেন।
নিয়োগ দুর্নীতি মামলায় পৌরসভাগুলিকে প্রথমে সিবিআই এবং পরে ইডি-র পক্ষ থেকে দফায় দফায় জেরা ও তল্লাশি চালানো হয়।
Comments