অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি সংক্রান্ত তথ্য হাইকোর্টে জমা দিলো ইডি
- Ruchika Mukherjee, WTN
- Sep 21, 2023
- 1 min read

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 'লিপস অ্যান্ড বাউন্ডস' সংস্থার ডাইরেক্টরের সম্পত্তির তথ্য কলকাতা হাইকোর্টে জমা দিলো তদন্ত কারী সংস্থা ইডি।
গত আগস্ট মাসে ইডি তাঁদের দফতরে তল্লাশি চালাতে এসে কম্পিউটারে ১৬টি ফাইল ডাউনলোড করে দিয়ে গিয়েছে। এই অভিযোগ লিখিত আকারে লালবাজারে জানান 'লিপ্স অ্যান্ড বাউন্ডস'-এর কর্মী চন্দন বন্দ্যোপাধ্যায়।
লালবাজার থেকে গিয়ে 'লিপ্স অ্যান্ড বাউন্ডস'-এর দু’টি কম্পিউটার বাজেয়াপ্ত করে নিয়ে আসে পুলিশ।
তীর্থঙ্কর ঘোষের এজলাসে বিচারপতি জানিয়ে দেন যে, ফাইলগুলি মামলার তদন্তে ব্যবহার করা হবে না।
এই সংক্রান্ত মামলায় ইডি-ও জানান যে,১৬ টি বিতর্কিত ফাইল বিষয়ক তথ্যাবলী তদন্তে অংশ হবেনা। তারপরেও কোনো বিষয়টি নিয়ে অতিসক্রিয়তা দেখানো হচ্ছে, তা নিয়ে প্রশ্ন করেন তদন্তকারীর সংস্থাটির আইনজীবি।
এই প্রসঙ্গে 'ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়া'র উদাহরণ টানেন তিনি। বিচারপতি তখন বলেন, "বাঘ কী বিড়াল জানিনা " কিন্তু ইডি অধিকারিকদের বিরুদ্ধে এখনই কোনো পদক্ষেপ করার প্রয়োজন নেয়।
Comentários