top of page

ছেলের হাতে মৃত্যু বাবার! বাঁকুড়ার ঘটনায় বিষ্মিত সবাই

বাঁকুড়ার জয়পুর থানার মাগুরা গ্রামে মা-বাবার ঝামেলা চলাকালীন বড়ো ছেলে মদ্যপ অবস্থায় বাবাকে মারধোর করে গলা টিপে ধরে। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।



অভিযুক্তের বাবার নাম রাখাল দাস (৬২)। সোমবার রাতে দম্পতির ঝামেলা লাগে। সেই অশান্তি চলাকালীন মদ্যপ বড়ো ছেলে সুমন দাস, বাবাকে লাঠি দিয়ে মারে এবং গলা টিপে ধরে। ছোট ছেলে আটকাতে এলে সেও মার খায় দাদার কাছে।


গুরুতর আহত অবস্থায় দুজনকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়ে। চিকিৎসকরা রাখালকে মৃত্যু বলে জানা। অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করে।


মঙ্গলবার আদালতে তাকে তোলা হয়।


দুর্দিন একেই বলে। মদ্যপ ছেলের সামনে বাবারা আর নিরাপদ নন।

Comentários


bottom of page