ভারত নিজের মাঠে নামতে ভয় পাচ্ছে, দাবি পাকিস্তানের
- WTN বাংলা নিউজডেস্ক
- Sep 9, 2023
- 1 min read
আগামী ১৪ অক্টোবর আমদাবাদে আইসিসি খেলতে নামবে ভারত বনাম পাকিস্তান। সেদিন রোহিত শর্মার দল চাপে থাকবে বলে দাবি করে প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার।

২০১১ সালের পর এইবার ভারতের মাটিতে আইসিসি। ১২ বছর আগে ধোনির দল জিতেছিল। শোয়েব মনে করছেন, এইবার বিশ্বকাপে পাকিস্তানী দলই এক নম্বর হয়ে খেলায় নামছে। তিনি মনে করছেন, এইবার ভারত নিজের দেশে খেলার একটা চাপ বোধ করবে। সাংবাদিকদের এবং ভারতীয় মানুষদের একটা আসা -প্রত্যাশা মেটানোর চাপ তৈরী হবে ভারতীয় খেলাও দের।
রবিবার এশিয়া-কাপে খেলতে নামছে ভারত- পাকিস্তান। তার আগে হার্দিক পান্ডে জানায়, সে অল -রাউন্ডার তাই তার দায়িত্ব অনেক বেশি। তাকে বল এবং ব্যাট দুটোর দিকেই নজর রাখতে হয়। জেতা হারা -যেটা অনেকটা নির্ভর করছে অল-রাউন্ডারদের উপর।
এইবার দেখার বিষয় শোয়েবের কথা মিলে যাবে ? নাকি ভারতীয় জেতে ?
Comments