জেসিবির চালক আসনে খোদ কাউন্সিলর, কালনায় ময়লা সরাতে অংবিনব জনস্বার্থ অভিযান
- WTN বাংলা নিউজডেস্ক
- Sep 10, 2023
- 1 min read
রবিবার কালনার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিল বসু জেসিবি চালিয়ে ময়লা পরিষ্কার করলেন। মানুষকে ডেঙ্গির থেকে রক্ষা করতে।

জেসিবির চালক অসুস্থ। বিকল্প কোন চালক এখনও পাওয়া যায়নি। খোঁজ চলছে। তাই কাউন্সিলর নিজেই জেসিবির স্টিয়ারিং ধরলেন। কালনা পৌরসভার সব আবর্জনা যেখানে ফেলা হয় সেই স্তূপাকৃত আবর্জনা কাউন্সিলর নিজেই পরিষ্কার করলেন জেসিবি গাড়ি চালিয়ে।
কাউন্সিলরের বক্তব্য, তিনি অসুস্থ। তবুও নিজের অসুস্থতাকে দূরে রেখে, জনসাধারণের ভালোর কথা ভেবে এই কাজ করেন। এলাকাবাসীদের সুস্থ রাখার দায়িত্ব পৌরসভার। একপ্রকার তারও। তাই এই কর্মকাণ্ড।
অনেকের মতে, পৌরসভায় এরকম দায়িত্বশীল কাউন্সিলর দেখা দুর্লভ। জনসাধারণের ভোটে জিতে, তাদের জন্য কাজ করাটাই স্বাভাবিক। এতে এত হৈচৈ করার কিছু নেই। তবে এযুগের নেতারা যেখানে দামি গাড়ির চালকের আসনে বসতে বেশী পচ্ছন্দ করেন, সেখানে কালনার কাউন্সিলরের এই প্রয়াস সত্যি অভিনব।
Comments