top of page

মহারাষ্ট্রের গনেশ পুজোকে টেক্কা দিচ্ছে খড়্গপুরে গনেশ পুজো

খড়্গপুরে গনেশ পুজো, মহারাষ্ট্রের গনেশ পুজোকে টেক্কা দিল। এক ছাদের তলায় ১০০ টি গনেশের নানা রূপে প্রতিমা বসিয়ে নিউ স্টার বয়েজ ক্লাব পুজো কমিটি এলাকাবাসীদের তাক লাগিয়ে দিল।



মহারাষ্ট্রের গণেশ পুজোকে টেক্কা দিচ্ছে খড়গপুর মিনি ইন্ডিয়া। খড়্গপুরে এম এস টাইপ নিমপুরার নিউ স্টার বয়েজ ক্লাব পুজো কমিটি। একই ছাদের তলায় ১০০ টি গনেশের নানা রূপে প্রতিমা বসিয়ে তাক লাগলো।


সোমবার রাতে পুজোটি শুভ উদ্বোধন করলেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার । পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন চেয়ারপারসন কল্যাণী ঘোষ উদ্যোক্তাদের তরফে শৈলেন্দর সিং সহ অন্যান্যরা ।


সোমবার রাত থেকেই উদ্বোধনের পর ভক্তদের ঢল নামলো। এখন মহারাষ্ট্রকে ভালো মত টেক্কা দিচ্ছে পশ্চিমবঙ্গ। এখানেও জাঁকজমক করে এখন গনেশ পুজো পালিত হয়।

Comentarios


bottom of page