top of page

ঘরের ভিতরে হামলা চিতা বাঘের, নিয়ে গেল ছাগল


ঘরের ভিতরে ঢুকে ছাগল তুলে নিয়ে গেল চিতাবাঘ । ঘটনার জেরে দুই শিশুকে নিয়ে আতঙ্কিত দম্পত্তি। মেটেলি ব্লকের বাতাবাড়ি মোর এলাকার ঘটনা।


বুধবার গভীর রাত্রে জলপাইগুড়ির বাতাবারি মোরে বাসিন্দা হাসেন আলি দুই শিশু ও স্ত্রীকে নিয়ে শুয়ে ছিলেন। পাশের ঘরেই বাঁধা ছিল দুটি ছাগল।


রাত তখন দুটো। ওই সময় পাশের ঘরের ছাগলের ছটফট করার আওয়াজ শুনতে পান হাসেন আলি। উঠে দেখেন চিতাবাঘ একটি ছাগলকে তুলে নিয়ে যাচ্ছে। অন্য ছাগলটিরও গলায় কামড় দিয়ে মেরে ফেলেছে।


ওই সময় হাসেন আলি হাতে লাঠি নিলেই চিতাবাঘটি ছাগল নিয়ে সংলগ্ন চা বাগানে চলে যায়। ঘটনার খবর চাউর হতেই বৃহস্পতিবার সকালে বহু মানুষের ভিড় হয় তাদের বাড়িতে।


বাতাবারি মোড়ের ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে হাসেন আলিদের বাড়ির পাশেই রয়েছে বাতাবারি চা বাগান। ওই চা বাগানেই চিতাবাঘের ডেরা।


হাসেন আলী জানান, তাঁরা গরীব মানুষ। ছাগল দুটিই ছিল তাদের সম্বল। একটিকে চিতাবাঘ তুলে নিয়ে যায় চা বাগানে, অন্যটিকেও মেরে ফেলে। বাড়িতে দুটি শিশুও রয়েছে। পরিবারকে নিয়ে খুব আতঙ্কে আছি।


বিষয়টি বনদপ্তরকে জানানো হয়েছে। ক্ষতিপূরণ সহ চিতাবাঘ ধরতে যাতে খাঁচা বসানো হয় সেই আবেদন জানান হাসেন আলি এবং স্থানীয় বাসিন্দারা।

Komentar


bottom of page