top of page

রাতভর বৃষ্টিতে জলমগ্ন মহেশতলা ২৯ নম্বর ওয়ার্ড। নিকাশী ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন


রাতভর বৃষ্টিতে রাস্তায় হাঁটু সমান জল। মহেশতলা ২৯ ওয়াটের চক কৃষ্ণনগর বারুইপাড়ার ঘটনা।


রাস্তা ডুবে গিয়েছে জলের তলায়, একাধিক বাড়ির সামনে জল।


দোকানে জল ঢুকে পড়ায় চরম ভোগান্তি সাধারণ মানুষ থেকে বিক্রেতার।


আশঙ্কা বাড়ছে রোগের।


অন্যদিকে, মহেশতলা পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের মঙ্গলপাড়া, ভাড়া পাড়া ও ৩০ নম্বর ওয়ার্ডের চিংড়িপোতা, নস্করপাড়া সহ একাধিক এলাকা জলমগ্ন।


নিকাশি ব্যবস্থার বেহাল অবস্থায় স্থানীয় মানুষদের এই ভোগান্তি কতদিনে দূর হবে।

Comentários


bottom of page