গণেশ চতুর্থীতে বোঝা গেল গণেশের মূর্তিও নানান সিনেমা থেকে অনুপ্রেরণা পেয়েছে
- Ruchika Mukherjee, WTN
- Sep 19, 2023
- 1 min read
এইবছর বাজারে নানান গণেশ মূর্তি দেখা যাচ্ছে। যার মধ্যে সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে অনেক মূর্তি তৈরি হয়েছে। যেমন 'পুষ্পা' এবং 'বাহুবলি' থেকে 'আদিপুরুষ' এবং 'বাজিরাও মাস্তানি' পর্যন্ত গণেশ মূর্তিতে দেখা গেছে এইসব সিনেমার চরিত্রের সাজ।

গণেশ চতুর্থী আগে আমরা যেমন দেখেছি এখন তার অনেক বদল এসেছে। বড় বড় মণ্ডপ সাজসজ্জা থেকে শুরু করে গণেশ ঠাকুরের মূর্তির আলাদা আলাদা রূপ।
এক বছর পর গণপতি বাপ্পা এসেছেন তার সঙ্গে অনেক আনন্দ, সুখ, শুভেচ্ছা, জাঁকজমক নিয়ে এসেছেন। আগে আমরা শুধু সিনেমাতেই গণেশ পুজোর জাঁকজমক দেখেছি। এখন মনে হচ্ছে মূর্তি গুলো সেই পরিপ্রেক্ষিতে বানানো হচ্ছে।
আমাদের আরাধ্য দেবতা গণপতি বাপ্পাকে বেশ বড় একটা ফিল্মি টুইস্ট দিয়েছেন প্রতিমাশিল্পীরা।
Comentarios