বিশ্ব ব্যাংকের সতর্কবার্তা পাকিস্তানকে, "পরামর্শ দিতে পারি, দায়টা কিন্তু আপনাদের"
- Ruchika Mukherjee, WTN
- Sep 25, 2023
- 1 min read

পাকিস্তানে চলতি বছরের শেষে সাধারণ নির্বাচন হওয়ার কথা। সেই জন্য কয়েকমাস আগে থেকেই পার্লামেন্টের নিম্নকক্ষ ভেঙে দিয়ে নতুন করে এক তদারকি সরকারের হাতে দেশ শাসনের ভারত তুলে দিয়েছিলেন জোট সরকারের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
দক্ষিণ এশিয়ার এই দেশের সেই তদারকি সরকারকে নির্বাচনের আগেই সতর্ক করল বিশ্ব ব্যাংক।
রবিবার প্রথম সারির পাক দৈনিকে প্রকাশিত হয়েছে পাকিস্তানের বিশ্বব্যাংকের প্রধান নাজি বানহাসাইনের কিছু বক্তব্য। সেখানেই নাজি সতর্ক করেছেন পাকিস্থানের তদারকি সরকারকে।
তাঁর বক্তব্য, বিভিন্ন আন্তর্জাতিক অর্থনৈতিক দেশগুলো বাইরে থেকে এই আর্থিক সংকট থেকে দেশকে উদ্ধারের পরামর্শটুকুই দিতে পারে। কিন্তু দেশের মানুষের স্বার্থ ও রক্ষার্থে নীতিগত সিদ্ধান্ত নিতে হবে পাক সরকারকেই।
নাজি আরও দাবি করেন, যে এখন যে চরম আর্থিক সংকতে পাকিস্তান দাঁড়িয়ে রয়েছে সেই দিক দিয়ে বিচার করতে হলে খুব ভেবেচিন্তে তদারকি সরকারকে সব সিদ্ধান্ত নিতে হবে বলে সতর্ক করেন বিশ্ব ব্যাংকের ওই কর্তা।
এই পরিস্থিতিতে গত সপ্তাহে নিউ ইয়র্কে পাক তদারকি প্রধানমন্ত্রী আনওয়ার-উল-হক কাকরের সঙ্গে বৈঠকে বসেন আন্তর্জাতিক অর্থভাণ্ডারের প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা।
তিনি পরামর্শ দিয়েছেন কাকরকে, দেশের বড় শ্রেণি এবং শিল্পপতিদের উপরে করের বোঝা বাড়িয়ে নিম্নবিত্ত এবং মধ্যবিত্তদের ভার লাঘব করতে।
আমদানির উপরে নিষেধাজ্ঞা সরানোর পরামর্শও দেন তিনি।
コメント