রানীনগর জ্বলছে : থানা ভাঙচুর, তৃণমূলের পার্টি অফিসে আগুন, রাজনৈতিক সংঘর্ষে ফের উত্তপ্ত মুর্শিদাবাদ
- WTN বাংলা নিউজডেস্ক
- Sep 8, 2023
- 1 min read
মুর্শিদাবাদের রাণীনগর রণক্ষেত্র । থানা ভাঙচুরের পর তৃণমূলের পার্টি অফিসে আগুন । অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। দাউ দাউ করে জ্বলতে থাকে পার্টি অফিস। পাশাপাশি রানীনগর থানায় ব্যাপক ভাঙচুর চালানো হয়।

ঘটনার সূত্রপাত কংগ্রেস সভাকে কেন্দ্র করে। পঞ্চায়েতে জয়ীদের নিয়ে আজ রানীনগরে সভা ছিল কংগ্রেসের। অভিযোগ, সেই সভায় যেতে কংগ্রেস সমর্থকদের বাধা দেয় পুলিশ । তারপরেই নাকমুখ হয়ে ওঠে কংগ্রেস কর্মী সমর্থকরা। থানার বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। হটাৎই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় থানা ভাংচুর। পুলিশের সঙ্গে হাতাহাতিও হয় কংগ্রেস সমর্থকদের । পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাসের সেল ছোঁড়ে পুলিশ।
এর পর হামলা চলে তৃণমূলের পার্টি অফিসে। অভিযোগ, কংগ্রেস কর্মী সমর্থকরা প্রথমে পার্টি অফিসে ভাঙচুর চালায়। তারপর সব আসবাব বের করে পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়।
জ্বলছে রানীনগর । গত তিন বছরে বার বার রাজনৈতিক কারণে সংঘর্ষ দেখেছে মুর্শিদাবাদ। রানীনগরের সংঘর্ষ সেই তালিকায় নতুন সংযোজন ।
Comments