top of page

লোকসভা ভোটের প্রস্তুতিতে জাতীয় নির্বাচন কমিশন


আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রস্তুতির খুঁটিনাটি বিষয় নিয়ে সোমবার দীর্ঘ সময় ধরে এই বৈঠক হওয়ার কথা।


ভোটার তালিকার কাজের কেমন পরিস্থিতি,আইনশৃঙ্খলা পরিস্থিতি, ‘অশান্ত’ এলাকার ম্যাপিং কীভাবে হবে, ইভিএম-ভিভিপ্যাট-গুলির পরীক্ষানিরীক্ষা কেমন এগোচ্ছে - সবকিছুই এই বৈঠকে আলোচনা হতে পারে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।

সূত্রের খবর ভোটের তালিকার দিকে বিশেষ নজর দেবে জাতীয় কমিশনররা। নির্বাচন কমিশনারের নজর ৫ জানুয়ারি যে ভোটার তালিকা প্রকাশিত হবে তাতে যেন কোনো ত্রুটি না থাকে।


ভোটার তালিকা থেকে মৃত ব্যাক্তিদের নাম সরাতে হবে। তেমনটা না হলে জেলাশাসকের কাছে জবাবও তলব করতে পারে জাতীয় নির্বাচন কমিশন।


বৈঠকে উপস্থিত থাকার কথা আরও ৪ জন কমিশনার কর্তার। জেনারেল সেক্রেটারি রাকেশ কুমার সহ ভোটার তালিকার দায়িত্বে থাকা বটুলিয়া এবং আরও দুই উঁচু স্তরের আধিকারিকের থাকার কথা।


রবিবার থেকেই কমিশন দলের সদস্যরা আসতে শুরু করেছে। শহরে এসে পৌঁছেছেন উপ-নির্বাচন কমিশনার ধর্মেন্দ্র শর্মা। তিনিই প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন।

Comentarios


bottom of page