top of page

টেট পাশের নম্বর নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায় বহাল রাখল হাইকোর্ট



টেটের পাশ নম্বর নিয়ে আপাতত রায় বহাল রাখলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর রায়ের উপর এই মুহূর্তে হস্তক্ষেপ করবে না আদালত বলে সাফ জানালেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।


গত বছর ৩রা নভেম্বর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, ২০১৪ এবং ২০১৭-র টেট পরীক্ষায় সংরক্ষিত বিভাগের যে প্রার্থীরা ৮২ পেয়েছেন, তাঁরা টেট পাশ করেছেন বলে ধরতে হবে। তাদেকে ২০২২-এর প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বসার সুযোগ করে দিতে হবে বলে তাঁর নির্দেশ।


মামলাকারিদের বক্তব্য, ২০১৪ এবং ২০১৭ এর টেটে সংরক্ষিত বিভাগের বহু প্রার্থী মোট ১৫০-এর মধ্যে ৮২ নম্বর পেয়েছেন। অর্থাৎ, তাঁদের প্রাপ্ত নম্বরের গড় ৫৪.৬৭ শতাংশ। নিয়ম অনুযায়ী, ৫৪.৬৭ কে ৫৫ নম্বর হিসাবে গন্য করতে এবং পরীক্ষার্থীদের টেট উত্তীর্ণ হিসাবে মান্যতা দিতে হবে।


বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ করে বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতির সুপ্রতিম ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে যায় কয়েকজন চাকরিপ্রার্থী। রায়দানের সময় দেখা যায়, দুই বিচারপতি ভিন্ন মত পোষণ করছেন।


বিচারপতি সুব্রত তালুকদার বলছেন, ১৫০ এর মধ্যে ৮২ পেলেই টেট উত্তীর্ণ বলে গন্য করতে হবে। অন্যদিকে, বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্য বলছেন ৮২.৫ বা তার বেশি পেলে টেট উত্তীর্ণ বলে মান্যতা পাবেন।


ফলত, মামলা যায় তৃতীয় বেঞ্চে। এই বেঞ্চটি বিচারপতি সৌগত ভট্টাচার্যর। এদিন তাঁর কাছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে আবেদন জানানো হলে, সেই নির্দেশ বহাল রাখলেন বিচারপতি।

Comments


bottom of page