৭৩তম জন্মদিনে দেশবাসীকে এক গুচ্ছ উপহার প্রধানমন্ত্রীর
- Jaita Chowdhury, WTN
- Sep 17, 2023
- 1 min read

আজ ১৭ই সেপ্টেম্বর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। নিজের জন্মদিনের দিন একাধিক প্রকল্পের উদ্বোধন করেন তিনি।
তার শুরু ,নয়াদিল্লির দ্বারকায় এশিয়ার সবচেয়ে বড় 'যশোভূমি' দিয়ে। আন্তর্জাতিক সম্মেলন ও এক্সপো সেন্টারের এই প্রথম পর্বটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
প্রায় ৫,৪০০ কোটি টাকার এই প্রকল্পে ৮.৯ লক্ষ বর্গ মিটার এলাকা জুড়ে আন্তর্জাতিক মানের এই কনফারেন্স সেন্টারে রয়েছে ১৫ কনভেনশন রুম, একটি গ্র্যান্ড বলরুম এবং ১৩ টি মিটিং রুম।
শুধু যশোভূমিই নয়। এদিন দিল্লি বিমানবন্দর মেট্রো এক্সপ্রেস লাইনের সম্প্রসারণেরও সূচনাও করেন মোদি।
তাঁর হাত ধরেই আজ শিলান্যাস হয় 'আয়ুষ্মান ভব' নামের একটি প্রকল্পেরও। শিল্পী থেকে কারিগর বা ছোট ব্যবসায়ীদের আর্থিক সাহায্য করা হবে এই প্রকল্পের মাধ্যমে।
চব্বিশের মার্চে লোকসভা নির্বাচন। সেই কথা মাথায় রেখেই দেশবাসীকে ভোট চমক দিতেই কী এক গুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী?
Comments