মাটিগাড়ায় অগ্নিকাণ্ড, পুড়ে ছাই কাঠের আসবাব তৈরীর কারখানা
- WTN বাংলা নিউজডেস্ক
- Sep 22, 2023
- 1 min read

শিলিগুড়ি : শুক্রবার সাতসকালে শিলিগুড়ির একটি আসবাব তৈরীর কারখানা অগ্নিকাণ্ডে পুড়ে ছাই। দাউ দাউ করে জ্বলতে থাকে কারখানার থাকা কাঠের আসবাব। মাটিগাড়ার পালপাড়ার আসবাব কারখানার ঘটনা।
সূত্রের খবর বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকলের ৩টি ইঞ্জিনের কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভয়াবহতা বেশী থাকায় নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয় দমকল কর্মীদের।
শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকল কর্তাদের। খবর পেয়ে পৌঁছয় মাটিগাড়া থানার পুলিশ এবং স্থানীয়রা। কিছু আসবাব সরানো যায়। আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে দমকল এবং পুলিশ কর্তারা।
Comments