top of page

সোমালিয়ার বেলেডওয়েন শহরে আত্মঘাতী জঙ্গি হানায় নিহত হল ১৩ জন


সোমালিয়ায় আত্মঘাতী হামলা। রবিবার, পুলিশের চেকপয়েন্টে একটি বিস্ফোরক বোঝাই ট্রাক নিয়ে ঢুকে পড়ে ১ জঙ্গি। পুলিশ কিছু বুঝে ওঠার আগেই সে নিজেকে উড়িয়ে দেয়।


রবিবার,২৪শে সেপ্টেম্বর মধ্য সোমালিয়ায় এই আত্মঘাতী হামলায় ১৩ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৪৫ ছাড়িয়েছে। বিস্ফোরণের তীব্রতায় পাশের একটি বাড়িও ভেঙে পড়ে।


আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।পুলিশ অধিকারিকরা মনে করছেন নিহতের সংখ্যা বাড়তে পারে । আহত এবং নিহতদের মধ্যে বেশির ভাগই সেই ভেঙে পড়া বাড়ির বাসিন্দা।


ঘটনাস্থল হিরান প্রদেশের বেলেডওয়েন শহর। সেই শহরের মেয়র আব্দুলাহী আহমেদ মালিম বলেছেন, যা হয়েছে তা অত্যন্ত জঘন্য কাজ। বিস্ফোরণের অভিঘাতে ওই এলাকা পুরোপুরি তছনছ হয়ে গিয়েছে।


এখনো পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে পুলিশ সন্দেহ করছে স্থানীয় আল শাবাব জঙ্গি গোষ্ঠী এই হামলার পেছনে রয়েছে।


১৫ বছর ধরে সোমালিয়ার নানান অংশে নাশকতা চালাচ্ছে এই সংগঠন। বুলডোজার দিয়ে কংক্রিটের ধ্বংসস্তুপ সরিয়ে বাসিন্দাদের উদ্ধার করে দমকল বাহিনী। কিন্তু ধ্বংসস্থুপে স্থূপে এখনো অনেকের আটকে থাকার সম্ভাবনা রয়েছে।

Comments


bottom of page