অবশেষে টনক নড়ল কর্তৃপক্ষের, র্যাগিং রুখতে একাধিক পদক্ষেপ অ্যান্টি র্যাগিং কমিটির বৈঠকে
- Jaita Chowdhury, WTN
- Sep 15, 2023
- 1 min read

প্রথমবর্ষের ছাত্রমৃত্যুকে কেন্দ্র করে বেশ কয়েকদিন চাঞ্চল্যকর পরিস্থিতি ছিল যাদবপুরে। বাংলা বিভাগের ওই ছাত্রের মৃত্যুর নেপথ্যে ছিল র্যাগিং। পুলিসের তদন্তে র্যাগিং তত্ব সামনে আসতেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারের বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলার প্রতি উদাসীন মনোভাব নিয়ে তরজা চলেছে নানা মহলে।
চলতি সপ্তাহের বুধবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসে একটি ইউজিসির এক প্রতিনিধি দল। তাঁদের রিপোর্ট অনুযায়ী, র্যাগিং রুখতে ইউজিসির গাইডলাইন মেনে চলেনি যাদবপুর বিশ্ববিদ্যালয়। আর তারপরই নড়েচড়ে বসেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবার বিশেষ জোর দিয়েছেন হোস্টেলগুলির নিরাপত্তায়। বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র্যাগিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এবার থেকে নিরাপত্তারক্ষীদের হাতে থাকবে লাঠি,বাঁশি, টর্চ। বিশ্ববিদ্যালয় নিরাপত্তা রক্ষীদের "ওয়েল ইকুইপড" করার সিদ্ধান্ত অ্যান্টি র্যাগিং কমিটির বৈঠকে। কোন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে কেমন ভাবে মোকাবিলা করা হবে তা নিয়ে নিরাপত্তা রক্ষীদের দেওয়া হবে প্রশিক্ষণ।
Comments