top of page

নিজে থেকে হঠাৎ মালগাড়ির সামনে আসে মৃত হাবড়ার ছাত্র


ছাত্রের রহস্যজনক মৃত্যু নিয়ে উঠে আসছে নয়া তথ্য। গত রবিবার কলেজের প্রজেক্ট এর জন্য জিনিস কিনতে কলকাতায় যাচ্ছে বলে বাড়ি থেকে বের হয়ে স্বাগত।

মেধাবী ছাত্রটি বাড়ি থেকে বেরোনোর সময় ফোনে সমস্ত ডেটা মুছে দিয়ে আসে। রহস্য সেখানেই ঘনীভূত হয়। তার মানে, সবকিছুই কি ছিল পরিকল্পনা মাফিক?


বাড়ি থেকে ১১৮ কিলোমিটার দূরে পাঁশকুড়ার জিআরপি থেকে ছিন্নভিন্ন দেহ উদ্ধার হয় তার। মৃতের জামার পকেট একটি একটি প্রিন্টিং প্রেস এর নাম্বার পাওয়া যায়। সেখানে ফোনে যোগাযোগ করা সম্ভব হয় ছাত্রের বন্ধুর সঙ্গে । ছাত্রের মায়ের দাবি ওকে কেউ বাধ্য করে সঙ্গে নিয়ে গেছে।


অন্যদিকে, পাঁশকুড়া থানা জিআরপি পুলিশ সূত্রে খবর হঠাৎ করেই ছাত্র মালগাড়ির সামনে চলে আসে, জানান মাল গাড়ি চালক।


স্বাগত সারাদিন বন্ধুদের সঙ্গেই দিন কাটাতো তার বিলাসবহুল জীবনের হদিস নেই বাবা-মায়ের কাছে।তাদের অনুমান কেউ প্রলোভন দেখিয়ে তাকে কোন অন্যায় কাজ করতে বাধ্য করেছে বলেই তার এই সিদ্ধান্ত।


দাবি করা হয়েছে তার মধ্যমগ্রামের বন্ধুকে জেরা করলে সত্য উদঘাটন সম্ভব। অথচ এখনও পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোন বন্ধুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়নি।


নিজের সিদ্ধান্ত হলে,বাড়ি থেকে এত দূরে কেন যেতে হবে? সৃষ্টি হচ্ছে প্রশ্ন তবে মোবাইল ফোনের সমস্ত ডেটা মুছে কী ইঙ্গিত দিতে চেয়েছে মৃত ছাত্রটি, তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেল।


Commentaires


bottom of page