top of page

মুর্শিদাবাদের হরিহরপাড়ায় সেপটিক ট্যাঙ্কে একসঙ্গে পড়ে গিয়ে তিনজনের মৃত্যু


মুর্শিদাবাদের হরিহর পাড়া থানার মাদারতলা এলাকায় ঘটে দুর্ঘটনা। সোমবার ১৮ সেপ্টেম্বর সকালে ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় একই সঙ্গে তিনজন সেপটিক ট্যাঙ্কে পড়ে যায় এবং তিনজনেরই মৃত্যু হয়। হরিহরপাড়ায় নেমে আসে শোকের ছায়া।


স্থানীয় সূত্রে জানা যায়, রজব শেখের বাড়িতে কাজ করতে গিয়ে এই ঘটনাটি ঘটে। একইসঙ্গে পড়ে গিয়ে মৃত্যু হয় তিনজনের এবং আহত একজন।


ঘটনাস্থলে পৌঁছেছেন হরিহরপাড়া থানার পুলিশ।


এই ঘটনার খবর পেয়ে হরিহরপাড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্র সেই পাড়ার বিধায়ক নিয়ামত শেখ উপস্থিত হন। তিনি মৃতের পরিবারদের সমবেদনা জানান এবং সরকারি ভাবে সাহায্যের আশ্বাস দেন তিনি।

Comments


bottom of page