top of page

বড় সিদ্ধান্ত যাদবপুরের উপাচার্যের, এবার থেকে ৫৫ জনের দল তদারকি করবে হস্টেল ও ক্যাম্পাস চত্বর



যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্র-মৃত্যুর ঘটনার পরে গঠিত হয়েছিল আন্টি র‍্যাগিং কমিটি. এবার গঠিত হলো আন্টি র‍্যাগিং স্কোয়ার্ড। গতবারের তুলনায় প্রায় তিন গুণ বেশি সদস্য নিয়ে তৈরি হলো এন্টি র‍্যাগিং স্কোয়ার্ড।


১৫ থেকে বাড়িয়ে ৫৫ জন করা হল এই ওয়ার্ডের সদস্য সংখ্যা। ঘন ঘন বিশ্ববিদ্যালয়ে হোস্টেল পরিদর্শন, বিভিন্ন ডিপার্টমেন্ট পরিদর্শন, রাতে ক্যাম্পাসের ও হস্টেলের সারপ্রাইজ ভিজিট করবে এই ৫৫ জনের দল।


ইতিপূর্বে আন্টি র‍্যাগিং স্কোয়ার্ডর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল ইউজিসি-র প্রতিনিধিরা। ক্যাম্পাস পরিদর্শন করে তাঁদের পক্ষ থেকে জানানো হয় যে, বিশ্ববিদ্যালয়ের আন্টি-র‍্যাগিং স্কোয়ার্ড অ্যাক্টিভ নয়। তাই স্কোয়ার্ডটি পুনর্গঠনের প্রয়োজনীয়তা আছে।

Comments


bottom of page