আগামী তিন দিন পশ্চিমবঙ্গে চলবে রেইনি ডে
- WTN বাংলা নিউজডেস্ক
- Sep 20, 2023
- 1 min read

সকাল থেকেই বৃষ্টি। বুধবার দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি বলছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা। বৃষ্টির এই স্পেল চলবে শুক্রবার পর্যন্ত।
মেঘলা আকাশ মাঝে হালকা মাঝারি বৃষ্টি। দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলায় বেশি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টি বেশি হবে।
বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়িয়ে বাংলা ওড়িশা উপকূলে অবস্থান। মৎস্যজীবীদের মঙ্গলবার সমুদ্রে না যাওয়ার নির্দেশ দিয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্রমশ ওড়িশা ও বাংলা উপকূলের কাছাকাছি।
দক্ষিণ-পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে এই নিম্নচাপের অংশ। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে স্থলভাগের মধ্যে দিয়ে উত্তর ওড়িশা ও দক্ষিণ ঝাড়খন্ড ক্রস করবে আগামী দুদিনে।
কলকাতায় দিনভর মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বৃষ্টি বাড়বে; কমবে তাপমাত্রা। আগামী তিন দিন টানা এরকম বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে।
কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে এক ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম।
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭১ থেকে ৯২ শতাংশ। বৃষ্টিপাতের পরিমাণ ২.৪ মিলিমিটার। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গের একাধিক জেলা মেঘাচ্ছন্ন থাকবে, বৃষ্টির সম্ভাবনা রয়েছেই। পাহাড় মনোরম আবহাওয়া। । 'কুইন অফ হিলস '-এ মেঘ আর কুয়াশায় মোড়া শৈলশহর। তাপমাত্রা অপরিবর্তিত।
Comments