top of page

'আয়ুষ্মান ভারত' প্রকল্পের আওতায় আসুন, কেন্দ্রীয় সরকারের এই পরামর্শ কি রাজ্য সরকার মানবে?


কেন্দ্রীয় সরকারের 'আয়ুষ্মান ভারত ' প্রকল্প রাজ্যে চালু করার বিষয়ে আগ্রহ দেখায়নি রাজ্য সরকার। তবুও 'আয়ুষ্মান ভারত' প্রকল্পের আওতায় আসতে পশ্চিমবঙ্গ, ওড়িশা ও দিল্লিকে পরামর্শ দিলো কেন্দ্র। এই প্রকল্পের যা খরচ বরাদ্দ, তা দিয়ে দেওয়ার বিষয়ে ভাবছেন বলেও ইঙ্গিত দিয়েছেন নরেন্দ্র মোদী সরকার।


আয়ুষ্মান ভারত প্রকল্পকে বর্তমানে ওই তিনটি রাজ্য ছাড়া বাকি সবাই গ্রহণ করেছে। কেন্দ্রের বক্তব্য, ওই ৩ রাজ্য থেকে যারা যাচ্ছে ভিন রাজ্যে কাজে তারা সব থেকে বেশি সমস্যাতে পড়ছেন। কারণ, এই সুবিধাটি পশ্চিমবঙ্গে না থাকায় শ্রমিকরা ভিন রাজ্যে যাচ্ছে সেখানে এই আয়ুষ্মান ভারত প্রকল্প থাকলেও কোনো লাভ পাচ্ছেননা।


মঙ্গলবার এই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যপ্রতিমন্ত্রী এস পি বাঘেল বলেন, "কেন্দ্রের পক্ষ থেকে চিঠি লিখে ওই তিন রাজ্যকেও এই প্রকল্পের আওতায় আসার অনুরোধ করা হয়েছে। কেন্দ্র চাইছে এই প্রকল্পের সুবিধা গোটা দেশের মানুষ যাতে পায়।


'আয়ুষ্মান ভারত' প্রকল্পের মোট খরচের ৬০ শতাংশ কেন্দ্র এবং ৪০ শতাংশ বাকি রাজ্য বহন করে।


পশ্চিমবঙ্গে 'স্বাস্থ্যসাথী ' নাম এক বীমা প্রকল্প রাজ্য সরকার চালু করেছে। এর ফলে কেন্দ্রের এই আয়ুষ্মান ভারত প্রকল্প রাজ্যে চালু নিয়ে রাজ্য সরকার কোনো আগ্রহ দেখায়নি।


রাজ্যের যুক্তি ছিল, যখন ৪০% অর্থ রাজ্য সরকারকে জোগাতে হবে তখন রাজ্য নিজেই আলাদা প্রকল্প করবে।

Kommentarer


bottom of page