top of page

১২ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ, কলকাতায় বলিউড অভিনেত্রী জারিন খানের বিরুদ্ধে মামলা


কালীপুজোর অনুষ্ঠানের টাকা নিয়ে, অনুপস্থিত থাকে বলিউড অভিনেত্রী জারিন খান। তাঁর নামে শিয়ালদা আদালতে নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো।


নারকেলডাঙা থানায় ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার পক্ষ থেকে অভিযোগ জানানো হয় যে কালীপুজোয় অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য টাকা নিলেও গরহাজির ছিলেন জারিন।


২০১৮ সালে কালীপুজোয় কলকাতা ও উত্তর ২৪ পরগনায় অনুষ্ঠানে । ১২ লক্ষ্য টাকা পারিশ্রমিক নেন বলি অভিনেত্রী। অভিনেত্রী অনুপস্থিত থাকায় টাকা ফেরত চায় ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা।


টাকা ফেরত চাইলে হুমকি দেওয়ার অভিযোগ জারিনের ম্যানাগারের বিরুদ্ধে।


জারিন এর ম্যানেজার অঞ্জলীর সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি জানান, এখন আর তিনি জারিনের ম্যানেজার নন।


এই মামলাটি যিনি দেখছেন অর্থাৎ জারিনের আইনজীবী অর্কদেব বিশ্বাসের সঙ্গে কথা বলতে বলেছেন তিনি। অঞ্জলির বক্তব্য তিনি এই বিষয়ে কিছু জানেন না।

Commentaires


bottom of page